মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

হাওরের বোরো ধান রক্ষা করুন : পীর মিসবাহ

নিজস্ব প্রতিবেদক

হাওরের বোরো ধান রক্ষা করুন : পীর মিসবাহ

সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে হাওরের বোরো ফসল নষ্টের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, সুনামগঞ্জ হাওর এলাকার একমাত্র ফসল বোরো ধান। এ ফসল ঘরে তুলতে আরও ১০-১৫ দিন সময় প্রয়োজন। কিন্তু সীমান্তের ওপার থেকে ঢল নেমে আসছে। সুনামগঞ্জেও বৃষ্টি হচ্ছে। ফলে প্রায় ৯ লাখ টন বোরো ফসল হুমকির মুখে। বোরো ফসল না তোলা পর্যন্ত বাঁধ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর