মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তায় নেমেছেন চট্টগ্রামের পোশাক কারখানা রিজেন্ট টেক্সটাইলের শ্রমিকরা। এ সময় তারা পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। এতে ছয় পুলিশসহ উভয় পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বোয়ালখালী উপজেলার কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে রিজেন্ট টেক্সটাইলের শ্রমিকরা আন্দোলনে নামেন। তারা সকাল থেকে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালান। পোশাকশ্রমিকদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলনে নামেন। বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর