মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খুলনায় কৌশলে মরা মুরগি বিক্রি দোকান বন্ধ করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বিভিন্ন শহরতলি বাজারে কৌশলে মরা মুরগি বিক্রির ঘটনা ঘটছে। দোকান থেকে মুরগি কেনার পর তা জবাই করে পরিষ্কার করে দিতে বললে বিক্রেতা ওই মুরগি বদল করে মরা মুরগি দিয়ে দিচ্ছেন। এরই মধ্যে পাইকগাছা পৌর সদর বাজারে দুটি বস্তায় ১৫/২০টি মরা মুরগি উদ্ধারের ঘটনা ঘটেছে। গতকাল বাজারে মাইকিং করে এ বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করা হয়। পাইকগাছার পৌর মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু জানান, পৌর সদর বাজারে মুরগি ব্যবসায়ী খায়রুল আলমের কাছ থেকে খোকা সরদার নামে একজন ক্রেতা মুরগি কিনে পরিষ্কার করে দিতে বলেন। বিক্রেতা তার ঘরের ভিতর নিয়ে মুরগিটি পরিষ্কার করে ক্রেতাকে দিলে তার সন্দেহ হয়। এ সময় তিনি জোরপূর্বক ওই ঘরে ঢুকে দুটি বস্তায় ১৫/২০টি মরা মুরগি দেখতে পায়। দোকানের ভিতরে নিয়ে জীবিত মুরগি পরিবর্তন করে তাকে মরা মুরগি দেওয়া হয়। ক্রেতা জানান, তিনি ১ কেজি ২০০ গ্রাম ওজনের মুরগি কিনলেও তাকে পরিষ্কার করে ১ কেজি ৯০০ গ্রামের একটি মরা মুরগি দেওয়া হয়।

এদিকে ঘটনা সম্পর্কে দোকানির কাছে জানতে চাইলে তিনি ভুল হয়েছে জানিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর