মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এক দিন পর বড় পতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে উত্থানের পরদিনই বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ  নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে বড় পতন হয়েছে মূল্যসূচকের। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭১৮ পয়েন্টে নেমে গেছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ডিএসইতে মাত্র ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৯৬টির। আর ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার পরিমাণে বাজারটিতে লেনদেন হয়েছে ৬২০ কোটি ৬৬ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৩৬ কোটি ৬২ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২১৫ কোটি ৯৬ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ৮৯ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩০ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৭টির এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর