মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে ২০ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া শুধু রমজান মাসে শুক্র ও শনিবার স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি থাকবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন  শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্র-ছাত্রীদের শিখন ঘাটতি পূরণ করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু পবিত্র রমজান মাসে স্কুল-কলেজ বন্ধ না করে খোলা রাখায় সারা দেশ থেকে শিক্ষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে ছুটি বাড়ানো হলো। ২৬ এপ্রিল থেকে কমিয়ে আগামী ২০ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত  জানাল শিক্ষা মন্ত্রণালয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর