বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

হাওরাঞ্চল তলিয়ে যাওয়ায় দায়ী সরকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ করেই দেশের হাওরাঞ্চল উজানের পানিতে তলিয়ে যাওয়া এবং ফসলের ক্ষয়ক্ষতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাঁধ নির্মাণের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের অতি উচ্চপর্যায়ের আত্মীয়-স্বজন ও ক্ষমতাসীন দলের লোকেরা এ বাঁধ নির্মাণকাজের সঙ্গে জড়িত ছিল। কিন্তু তারা কোনো বাঁধ নির্মাণ করেনি। ফলে উজানের ঢলে দেশের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে চলে যাচ্ছে। ঢলে বোরো ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কাজী রওনকুল ইসলাম টিপু, আকরামুল হাসান, ছাত্রদলের সেক্রেটারি ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর