বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আজ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন মহলের মতামত নিয়ে রোডম্যাপ তৈরি করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে মতামত নিতে ১৩ মার্চ সংলাপ শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় আজ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে কমিশন। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের মতামত নেওয়ার জন্য সংলাপে বসবে কমিশন। এজন্য ৩৪ জনকে সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে ১৩ মার্চ শিক্ষাবিদ ও ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করেছে ইসি। সব মহলের পরামর্শ নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি প্রথম অফিস করে নতুন কমিশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর