বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খুলনায় ইজিবাইক চালক হত্যায় চারজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ইজিবাইক চালক মেহেদী হাসান হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন লবণচরার বাবু হোসেন, মদিনাবাদের জাহিদুল ইসলাম নয়ন, মাথাভাঙ্গা মোহম্মাদীয়া জামে মসজিদ রোডের ফয়সাল হাওলাদার ও দারোগার লিজ এলাকার আবু রায়হান। রায় ঘোষণার সময় রায়হান ছাড়া অন্য সব আসামি পলাতক ছিলেন। ২০১৮ সালের ১০ আগস্ট এ হত্যাকান্ড ঘটে। মেহেদী হাসান গল্লামারী পুলিশ বক্সের পাশে ভাড়া বাসায় বসবাসকারী আবদুর রহিম ব্যাপারির বড় ছেলে। জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় মেহেদী হাসান ইজিবাইক নিয়ে সাচিবুনিয়া কৈয়া বাজারের দিকে যাত্রীসহ রওনা হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর