বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিজিবি-মাদক কারবারি গোলাগুলি ৮৫ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ার বালুখালীর কাস্টমস মোড় এলাকায় মঙ্গলবার রাতে বিজিবি সদস্য ও মাদক কারবারিদের গোলাগুলি হয়েছে। এ সময় ৮৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছেন বিজিবি সদস্যরা। কক্সবাজার-৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মেহেদি হোসাইন কবির জানান, ঘুমধুম বিওপি সদস্যরা সীমান্তের ৩২ নম্বর পিলারের পাশে উখিয়ার বালুখালীর কাস্টমস মোড়ে অবস্থান নেন। তখন কয়েকজন ইয়াবা পাচারকারিকে সীমান্ত থেকে হেঁটে বাংলাদেশে ঢুকতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় মাদককাবারিরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। বিজিবি সদস্যরাও চোরাকারবারিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চোরাকারবারিরা জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একই সময় রেজুপাড়া বিওপি সদস্যরা উখিয়ার ৪ নম্বর রাজাপালং ইউপির চাকবৈঠা নামক স্থানে আলমগীর নামে এক ব্যক্তির বাড়ি তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ৩৪ বিজিবি অধিনায়ক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর