শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রিকশাচালকের মেয়ের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ, নতুন শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রিকশাচালকের মেয়ের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ, নতুন শঙ্কা

রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার রিকশাচালক মিজানুর রহমানের মেধাবী মেয়ে সাদিয়া আফরিন হারিছা। নির্ধারিত তারিখে ভর্তিসহ আনুষঙ্গিক খরচের জন্য যখন চরম দুশ্চিন্তা ও হতাশা বিরাজ করছে তখন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বৃহস্পতিবার হারিছাদের এক মাসের খাদ্য সহায়তা পাঠিয়েছেন। এ খবর শুনে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ওই ছাত্রীর মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এ ছাড়া বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্যসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস ভর্তির প্রয়োজনীয় অর্থ সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলে মেধা তালিকায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দরিদ্র পরিবারের সন্তান সাদিয়া আফরিন হারিছা। রিকশাচালক বাবার আয়ে সংসারের ব্যয় নির্বাহ করার পরও সাদিয়াসহ চার বোনের লেখাপড়ার খরচ চলে। এ অবস্থায় হারিছা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় বাড়তি চাপে পড়ে গেছে তার পরিবার। মেডিকেল কলেজে ভর্তির অর্থ এবং আনুষঙ্গিক খরচ চালানোর সামর্থ্য নেই পরিবারের। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হারিছাকে। কেউ দিয়েছেন অনুপ্রেরণা, জানিয়েছেন সমবেদনাও। মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার নিশ্চয়তা দেয়নি কেউ। গতকাল মুঠোফোনে এই তথ্য জানিয়েছেন হারিছা। তিনি বলেন, ভর্তিতে প্রয়োজন ১০ হাজার টাকা এবং আনুষঙ্গিক খরচ। এই অর্থ কোথায় পাবেন কে দেবেন, বা আদৌ অর্থের অভাবে মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন কি না সেই দুশ্চিন্তা কাটছে না। সমাজের বিত্তবানদের সহায়তা পেলে চিকিৎসক হয়ে দেশের সেবা করার স্বপ্ন দেখছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর