শিরোনাম
শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খুলনায় কলেজছাত্র হত্যায় আদালতে জবানবন্দি

শান্তর দেওয়া ছুরি দিয়ে রোহানের বুকে আঘাত করেন তাছিন মোড়ল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ফুলতলায় কলেজছাত্র সৈয়দ আলিফ রোহানকে ধারালো ছুরি দিয়ে বুকের বাঁ পাশে আঘাত করার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত আসামি তাছিন মোড়ল। খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিতে তাছিন মোড়ল জানান, মামলার অন্য আসামি হাসিবুল ইসলাম শান্তর দেওয়া ছুরি দিয়েই তিনি কলেজছাত্র আলিফ রোহানের শরীরে একাধিকবার আঘাত করেন। এদিকে মামলার আরেক আসামি ছাব্বির ফরাজীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানিয়েছে সিআইডি। গতকাল তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম এসব কথা জানান।

আসামিদের স্বীকারোক্তি উদ্ধৃত করে তিনি বলেন, স্থানীয় রহমানিয়া এলিমেন্টারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় ইভ টিজিং ও হট্টগোলের প্রতিবাদ করায় রোহানকে হত্যার পরিকল্পনার করা হয়। ৩১ মার্চ দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে রোহানকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা সৈয়দ আবু তাহের ফুলতলা থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই দিনই ঘটনায় জড়িত দীপ্ত সাহাকে গ্রেফতার করলে তিনি আদালতে জবানবন্দি দেন। পরে ঢাকা থেকে আরও দুই আসামি তাছিন মোড়ল ও ছাব্বির ফরাজীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে তাছিন বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

সর্বশেষ খবর