শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শারম্যান-মোমেন বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়  তারা দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধি বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়েও খোলামেলা আলোচনা করেন। ওয়েন্ডি শারম্যান মানবাধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় গুরুত্বের ওপর জোর দেন। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতের সময়ও মাসুদ বিন মোমেন বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা, আইনের শাসনকে সুসংহত করতে সরকারের নেওয়া   বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন।

সর্বশেষ খবর