শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

২০ দল নিয়ে বিএনপিকে অবস্থান পরিষ্কার করার আহ্বান এনডিপির

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকায় ২০ দলীয় জোটকে নিয়ে অবস্থান পরিষ্কার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জোট শরিক ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারি আবু তাহের। গতকাল ২০ দলীয় জোট শরিক এনডিপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। কারি তাহের বলেন, ২০ দলীয় জোট পরীক্ষিত জোট। মন্ত্রী-এমপিত্বসহ নানা সুযোগ-সুবিধার অফার থাকা সত্ত্বেও বিএনপিকে বাদ দিয়ে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের কোনো দলই অংশ নেয়নি। অথচ আজকে দীর্ঘদিন ধরে এ জোট নিষ্ক্রিয়, কোনো বৈঠক হয় না। জোটের ব্যানারে কোনো কর্মসূচিও দেওয়া হয় না। তিনি বলেন, ১৪ দলীয় জোটকে যথেষ্ট সম্মান-মর্যাদা দেয় আওয়ামী লীগ। বিপরীত দিকে ২০ দলীয় জোট অবহেলিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও জোট নেতাদের সঙ্গে যোগাযোগ করেন না। জোটের নেতারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেন না। তাই ২০ দলীয় জোটকে নিয়ে অবস্থান পরিষ্কার করতে প্রধান শরিক বিএনপির প্রতি আহ্বান জানান এনডিপির এ চেয়ারম্যান।

সর্বশেষ খবর