শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খোঁজ নেই কনস্টেবল থেকে এএসপি হওয়া আবদুল হাকিমের!

নিজস্ব প্রতিবেদক

৪০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার দাবি করে আলোচনায় এসেছিলেন কনস্টেবল আবদুল হাকিম। কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশের পর ফেসবুকে প্রশংসায় ভাসেন তিনি। তবে ওই ঘটনার পর থেকে আবদুল হাকিমকে খুঁজেও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পুলিশ সদর দফতর। জানা গেছে, আবদুল হাকিমের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। তখন আবদুল হাকিম দাবি করেন, গত ৩০ মার্চ প্রকাশিত ৪০তম বিসিএসের ফলে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। তিনি ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত বলে জানান। পুলিশ সদর দফতরের তথ্য কর্মকর্তা কামরুল আহছান জানান, কনস্টেবল আবদুল হাকিম বিসিএসে এএসপি হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এমন তথ্য বিভিন্ন সূত্র থেকে পাওয়ার পর তাকে খোঁজা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। আবদুল হাকিম ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত বলে তথ্য থাকার কথা জানান কামরুল আহছান। তবে ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) ফারুক হোসেন জানান, আবদুল হাকিম ডিএমপিতে কর্মরত নন। বছরখানেক আগে তিনি এখানে ছিলেন। পরে তাকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়। 

এ বিষয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির জানান, প্রায় ৯ মাস আগে কনস্টেবল আবদুল হাকিমের পদায়ন ঢাকা রেঞ্জে হয়েছিল। তবে তিনি ঢাকা রেঞ্জে যোগ দেননি। পরে তিনি কোথায় যোগ দিয়েছেন, এ বিষয়ে জানা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর