শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নতুন দল মাইনরিটি পিপলস পার্টির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

অসাম্প্রদায়িক চেতনা লালনকারী মানুষের মৌলিক দাবি বাস্তবায়নের সংকল্প নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি পিপলস পার্টি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি উষাতন তালুকদার। এ সময় দলটির ১৫১ সদস্যের মধ্যে ২১ সদস্যের নাম ঘোষণা করা হয়। এ দলের সভাপতি হিসেবে রয়েছেন শ্যামল কুমার রায় ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন উত্তম কুমার চক্রবর্তী। এ সময় দলের অন্য সদস্য ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

‘জয় বাংলা, জয় জনতা’ প্রতিপাদ্য নিয়ে আত্মপ্রকাশ করা নতুন এ দলটির ইশতেহারগুলো হলো- জাতীয় সংসদে মাইনরিটি জনগোষ্ঠীর অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা, স্থানীয় সরকার প্রশাসনের সব পর্যায়ে ২০ শতাংশ মাইনরিটি আসন সংরক্ষণ করা, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয় গঠন, পাহাড় ও সমতলের আদিবাসী সম্প্রদায়ের ভূমির মালিকানা জটিলতার স্থায়ী সমাধান করা ইত্যাদি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর