শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রমজানের শিক্ষাকে ম্লান করে দিয়েছে : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রমজানের শিক্ষাকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহসভাপতি আবদুর রহমান। তিনি বলেন, রমজান মাস আসার আগেই সিন্ডিকেটগুলো বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। সরকারি দলের মদদপুষ্ট এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি সরকার। গতকাল পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের দক্ষিণ সভাপতি হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়ার সভাপতিত্বে এবং লিয়াকত হোসেনের পরিচালনায় সভায আরও বক্তব্য রাখেন মুফতি মোস্তফা কামাল, সৈয়দ ওমর ফারুক, হাফেজ মাওলানা আনিসুর রহমান, মুফতি ছিদ্দিকুর রহমান প্রমুখ।

, মুফতি বাছির উদ্দিন মাহমুদ, শফিকুল ইসলাম, আহসান ফয়েজী, সৈয়দ ওমর ফারুক যশোরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর