রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মির্জা ফখরুল কখন যে রাজাকারদের মুক্তিযোদ্ধা বলে বসেন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মির্জা ফখরুল কখন যে রাজাকারদের মুক্তিযোদ্ধা বলে বসেন : তথ্যমন্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখন যে রাজাকারদের মুক্তিযোদ্ধা বলে বসেন তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে নবগঠিত দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, রাজাকাররাও আসলে মুক্তিযোদ্ধা, কারণ তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন। এখন সেই শঙ্কার মধ্যেই আছি মির্জা ফখরুল কখন আবার তাদের মুক্তিযোদ্ধা বলে বসেন।

তার কাছে মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা কি আমি জানি না। সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা তো কথায় কথায় বিদেশিদের কাছে দৌড় দেন। কোনো কিছু হলেই বিদেশি রাষ্ট্রদূতদের ডেকে কথা বলেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে চিঠি লিখেছিলেন কংগ্রেসম্যানদের কাছে বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর