শিরোনাম
রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে আবাসিক হোটেলের আড়ালে চলছিল মাদক ব্যবসা

হোটেল মালিক-ম্যানেজারসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

আবাসিক হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরেই চলছিল মাদক ব্যবসা। সীমান্ত এলাকা থেকে হোটেলে আসত ইয়াবার চালান। সেখানেই হতো হাতবদল। তারপর ছড়িয়ে পড়ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা এলাকার নিউ পদ্মা ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে নজরদারি করে আসছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক (এডি) মেহেদী হাসানের নেতৃত্বাধীন একটি দল। অবশেষে সত্যতা পেয়ে তারা ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন হোটেল মালিক রইস উদ্দিন রবি ও ম্যানেজার মো. আলম ওরফে রনিকে। তাদের দেওয়া তথ্যানুযায়ী নিকুঞ্জ ও কাফরুল এলাকা থেকে তাদের তিন সহযোগী মো. হানিফ মোল্লা, মোসা. শাহিদা বেগম ও রিমিয়ারা খাতুনকে ১১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। যার বাজার মূল্য প্রায় ৩৪ লাখ টাকা। এডি মেহেদী বলেন, রবি ও রনির দেওয়া তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এর টানপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. হানিফ মোল্লাকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ছাড়াও এই চক্রের আরও দুই নারী মাদক ব্যবসায়ী শাহিদা বেগমকে কাফরুল থানা এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ও রিমিয়ারা খাতুনকে ভাটারা থানাধীন ছোলমাইদ ফেরাজী টোলার একটি বাড়ি থেকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর