রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এ বছর হজের খরচ বাড়তে পারে : ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এ বছর হজ পালনে খরচ বাড়তে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, মিনায় বিছানার ব্যবস্থা করা ও বিমান ভাড়া বৃদ্ধিসহ প্রভৃতি কারণে খরচ বাড়তে পারে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক সেমিনারে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্পন-দর্পন স্মৃতি ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মর মনসুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিম প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশ থেকে কতজন এ বছর হজ করতে পারবেন জানতে চাইলে মন্ত্রী বলেন, অফিসিয়ালি কোনো ঘোষণা না এলেও এ বছর হজ হবে। তবে কতজন যেতে পারবেন তা ঠিক করতে আজ একটা মিটিং হওয়ার কথা। মিটিংয়ের পর সংখ্যাটা জানিয়ে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর