সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জাদুঘরে প্রাকৃতিক ইতিহাস বিভাগের অপ্রদর্শিত নিদর্শনের বিশেষ প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

জাতীয় জাদুঘরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুরু হলো প্রাকৃতিক ইতিহাস বিভাগের অপ্রদর্শিত নিদর্শনের বিশেষ প্রদর্শনী। প্রাকৃতিক ইতিহাস বিভাগে সংগৃহীত এবং গ্যালারিতে প্রদর্শিত হয়নি এমন নিদর্শনাদি উপস্থাপনের মাধ্যমে এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীতে প্রাকৃতিক ইতিহাস বিভাগে সংগৃহীত নিদর্শন থেকে উল্লেখযোগ্য ২৯১টি প্রাণিজ, ২৬টি ভূতাত্ত্বিক এবং ছয়টি উদ্ভিজ নিদর্শন উপস্থাপন করা হয়েছে। প্রাণিজ নিদর্শনের মধ্যে রয়েছে প্রজাপতি, রেশম পোকার গুটি, শামুক-ঝিনুক, প্রবাল, উট পাখির ডিম, হাতির দাঁত, হরিণের শিং, ঘড়িয়ালের মাথার খুলি, ডলফিনের কঙ্কাল, জাতীয় পাখি দোয়েল, অতি বিপন্ন প্রজাতির পাখি শকুনসহ পরিযায়ী হাঁস, সাপ, জীবন্ত জীবাশ্ম রাজ কাঁকড়া, বিলুপ্ত প্রজাতির গন্ডার, বারশিঙ্গা, বুনো মহিষ, বিভিন্ন প্রকার সামুদ্রিক প্রাণী, বাঘের চামড়াসহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর চামড়া ইত্যাদি। ভূতাত্ত্বিক নিদর্শনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ, আগ্নেয় শিলা, পাললিক শিলা, চুনাপাথর, প্রাণীর ছাপযুক্ত ফসিল, কোয়ার্টজ, মধুপুর ক্লে, বাংলাদেশের ৬৪ জেলার মাটি দিয়ে নির্মিত বাংলাদেশের মানচিত্র ও প্রস্তরীভূত কাঠ। উদ্ভিজ নিদর্শনের মধ্যে রয়েছে বিভিন্ন মাধ্যমে সংরক্ষিত জীবন্ত জীবাশ্ম হিসেবে পরিচিত সাইকাসের বিভিন্ন প্রজাতির কোন, এশিয়ার সর্ববৃহৎ লিগিউম জাতীয় ফল গিলা ইত্যাদি। এ প্রদর্শনী পরিদর্শনের মাধ্যমে দর্শক চিরায়ত বাংলার হারিয়ে যাওয়া প্রাকৃতিক ঐতিহ্যকে স্মরণ করতে পারবেন। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য সুরক্ষার সচেতনতা বৃদ্ধিতে জনগণকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করাই এ প্রদর্শনী আয়োজনের মূল উদ্দেশ্য। গতকাল জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। বৃহস্পতি, শুক্র ও সরকারি ছুটির দিন ব্যতীত সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে প্রদর্শনীটি পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীরা। ২৪ এপ্রিল শেষ হবে বিশেষ এ প্রদর্শনী।

রবীন্দ্র পুরস্কার-২০২১ পেলেন আতিউর রহমান : বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১ পেলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। পুরস্কার হিসেবে তাকে প্রদান করা হয় সনদ, সম্মাননা-স্মারক ও ১ লাখ টাকার চেক। গতকাল আতিউর রহমানের হাতে পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা ও একাডেমির সভাপতি সেলিনা হোসেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর