মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আরেক মামলায় জামিন পেলেন সম্রাট

নিজস্ব প্রতিবেদক

আরও একটি মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট। রাজধানীর রমনা থানায় হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সম্রাটকে গতকাল জামিন দিয়েছে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা বিচারাধীন। চার মামলার মধ্যে গত রবিবার তিনি অর্থ পাচার ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় জামিন পান। গতকাল তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেলেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাট এখনো জামিন পাননি। তিনি এখন কারাগারে। আদালত সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ এপ্রিল সম্রাটের জামিন শুনানির তারিখ ধার্য রয়েছে। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ বিচারাধীন। সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আর একটি মামলা আছে দুদকের। ওই মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন। আশা করছি, অতি শিগগিরই জামিন নিয়ে তিনি কারামুক্ত হবেন।

গতকাল সম্রাটের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত সম্রাটের জামিনের আদেশ দেয়। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর