বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খুলনা বিএনপিতে শক্তির লড়াই

কেন্দ্রীয় নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটির ইফতার, মঞ্জু-মনি-মিঠু সমর্থকদের আলাদা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্য দিয়ে নগর বিএনপির বিরোধ নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্র-ঘোষিত আহ্বায়ক কমিটিকে চ্যালেঞ্জ করেই মাঠে সক্রিয় রয়েছেন সদ্যবিদায়ী নগর কমিটির নেতারা। অন্যদিকে আহ্বায়ক কমিটিও নিজেদের মতো মাঠ গোছাতে ব্যস্ত। এতে একদিকে যেমন বিএনপির রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে, তেমনি বিভ্রান্তিতে রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। জানা যায়, আজ খুলনা ক্লাব মিলনায়তনে খুলনার বিশিষ্ট নাগরিক, দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে নগর বিএনপির আহ্বায়ক কমিটি। এ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। অন্যদিকে সদ্যবিদায়ী নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সমর্থক মঞ্জু-মনি-মিঠু পক্ষ ‘বিএনপির মহানগর কমিটির সাবেক নেতৃবৃন্দ’ ব্যানারে হোটেল টাইগারগার্ডেন মিলনায়তনে আলাদা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন। দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে খুলনায় প্রকাশ্যে বিএনপির দুই পক্ষের আলাদা কর্মসূচি এবারই প্রথম। বিশ্লেষকরা বলছেন, মঞ্জু-মনি-মিঠু সমর্থকরা কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে তৃণমূলে তাঁদের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনে পাল্টা কর্মসূচি আহ্বান করেছেন। জানা যায়, সর্বশেষ ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগরী সভাপতি মঞ্জুসহ কমিটির শীর্ষ সব নেতাকে বাদ দিয়ে নগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বিএনপির সাবেক জেলা সভাপতি শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্যসচিব করা হয়। এর পরই খুলনা নগর বিএনপিতে বিভক্তি চরমে পৌঁছে। মহানগরী ও থানা বিএনপির একটি বড় অংশ পদত্যাগ করে মঞ্জু-মনি-মিঠু সমর্থকদের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হয়েছেন। তবে দায়িত্ব পাওয়ার পর একই সঙ্গে মাঠে নেমেছেন আহ্বায়ক কমিটির নেতারাও। নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘তৃণমূল থেকে দল ঢেলে সাজানো হবে। যাঁরা (মঞ্জু সমর্থক) মান-অভিমান নিয়ে দূরে আছেন তাঁরা যদি আসেন, একসঙ্গে কাজ করতে চান তাঁদেরও স্বাগত জানাব।’ তিনি বলেন, সাংগঠনিক কর্মকান্ডের অংশ হিসেবে বুধবার ফুলবাড়ী গেট জনতা মার্কেট চত্বরে তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হবে। পরে বিকালে বিএনপির ইফতার মাহফিল হবে। এ অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। অন্যদিকে ‘বিএনপির মহানগর কমিটির সাবেক নেতৃবৃন্দ’র ব্যানারে আলাদা কর্মসূচিতে ইফতার অনুষ্ঠানে নেতা-কর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন উদ্যাপন কমিটির আহ্বায়ক মীর কায়ছেদ আলী ও সদস্যসচিব মো. মাহবুব কায়সার। তাঁরা দুজনেই সদ্যবিলুপ্ত নগর কমিটিতে শীর্ষ সারির নেতা। মো. মাহবুব কায়সার বলেন, ‘ঘোষিত আহ্বায়ক কমিটিকে সাধারণ নেতা-কর্মীরা মানছেন না। আমরা মনে করি খুলনা বিএনপি আবারও সঠিক নেতৃত্বে আসবে। আমাদের সঙ্গে সব ত্যাগী নেতা-কর্মী আছেন। সব ষড়যন্ত্র ভেদ করে আমরা ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর