বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জামিনে মুক্ত ইশরাক হোসেন

আদালত প্রতিবেদক

জামিনে মুক্ত ইশরাক হোসেন

রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় গ্রেফতার বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে জামিন দিয়েছে আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই। এ কারণে কারা কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় তাকে মুক্তি দেন। মামলা সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় মামলাটি দায়ের করে। ওই মামলায় ইশরাক হোসেনকেও আসামি করা হয়। পরে ইশরাক হোসেন ১৮ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেন।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত বছরের ৫ জানুয়ারি জামিন পান তিনি। এরপর ১৮ আগস্ট আদালতে হাজির হননি। ওই দিন আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর