বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল : মান্না

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল : মান্না

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন- পুলিশ গুলি করবে না এমন নিশ্চয়তা পেলে এ সরকারকে বিদায় করতে ১৭ কোটি মানুষই আন্দোলনে নামবে। সরকারকে বিদায় করেই তারা ঘরে ফিরবে। ‘দেশে শক্তিশালী বিরোধী দল নেই’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়ায় গতকাল বিকালে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। পুরানা পল্টনের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার মাহফিল হয়। সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির আবদুল হাই শিকদার, জাগপার রাশেদ প্রধান, তাঁতী দলের ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের রবিউল ইসলাম রবি, জাসাসের ডা. আরিফুর রহমান মোল্লা প্রমুখ।

 শাহবাগ বিএনপির রাইসুল ইসলাম চন্দন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ। ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে শক্তিশালী বিরোধী দল নেই’। অথচ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল জনগণের ন্যায্য দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে, কর্মসূচি পালন করছে। কিছুদিন আগে বিএনপির স্বাধীনতা র‌্যালিতে রেকর্ড সংখ্যক লোক হয়েছে। হাজার হাজার নেতা-কর্মী নিয়ে প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশে করেছে। অথচ প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল খুঁজে পাচ্ছেন না। মান্না বলেন, প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি একবার বলুন-গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছি। তারপর আপনি ঘরের মধ্যে বসেই দেখতে পাবেন দেশে বিরোধী দল আছে কি না। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ উল্লেখ করে তাদের বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর