বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দুই দিনে শেয়ারবাজারে সূচক নেই ৮৭ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে কিছুটা বাড়লেও আবারও বড় দরপতন হয়েছে। গতকাল বড় দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬৪ পয়েন্ট। আগের দিন ২৩ পয়েন্টসহ দুই দিনে কমেছে ৮৭ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭ কোম্পানির শেয়ার দর কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৪ পয়েন্ট কমে ৬৫৭৪ পয়েন্টে নেমে গেছে। ডিএসইতে সব খাত মিলে মাত্র ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। ৩৩৭টির কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত ছিল। বাজারটিতে লেনদেন হয়েছে ৫২৩ কোটি ৯৫ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৫৭ কোটি ৪৬ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৫১ লাখ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৪৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দাম বেড়েছে। দাম কমেছে ২১৯টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর