বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইন কবরস্থানের সামনের রাস্তায় গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। এর মধ্য দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- পান দোকানদার আবদুর রাজ্জাক (৬০), মুদি দোকানদার নুরুল ইসলাম (৪৫), টিভিমিস্ত্রি আবদুর রহিম (৩৫) ও তার ছেলে তামিম (৮)। গতকাল বার্ন ইনস্টিটিউটে দগ্ধ আবদুর রাজ্জাক বলেন, তার বাসা করিমুল্লাহবাগে। জুরাইন কবরস্থান রোডে তার পানের দোকান আছে। রাতে দোকানের সামনের রাস্তায় বিস্ফোরণে ড্রেনের ঢাকনা উঠে যায়। তখন তারা কয়েকজন মিলে ঘটনাটি দেখতে যান। তখনই হঠাৎ আগুনের ফুলকি উঠে আসে, এতে তারা দগ্ধ হন।

বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর