বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে গতকাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, টঙ্গী ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে। পুলিশের হস্তক্ষেপের কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য।

সিদ্ধিরগঞ্জ : বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা। সকাল ৮টার দিকে শ্রমিকরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে। পরে ১০টায় আদমজী ইপিজেডের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথা সময়ে পরিশোধ করার দাবি জানান।

টঙ্গী : টঙ্গী পাগাড় এলাকায় নোমান গ্রুপের জাবের অ্যান্ড জোবায়ের কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কারখানার ভিতরে দুই দিন ধরে বিক্ষোভ করছেন।

গাজীপুর : মার্চ মাসের বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে শ্রমিকরা। গতকাল বিকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়ক এলাকার আলেমা টেক্সটাইল পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিকরা জানায়, আলেমা টেক্সটাইল পোশাক কারখানার বেতন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। চলতি এপ্রিল মাসের ১৪ তারিখ (বৃহস্পতিবার) পহেলা বৈশাখের ছুটি এবং পরদিন ১৫ তারিখ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় মার্চ মাসের বেতন বুধবার পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে গত কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। বুধবার দুপুরের বিরতির পর শ্রমিকরা আবারও কর্তৃপক্ষের কাছে একই দাবি জানিয়ে বেতন ভাতার জন্য অপেক্ষা করতে থাকে। বিকেল পর্যন্ত কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় কারখানার কর্মকর্তারা শ্রমিকদের বুঝানোর চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক রবিউল ইসলাম আপেলকে মারধর করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বিভিন্ন কর্মকর্তাদের কার্যালয়ের আসবাবপত্র, দরজা-জানালার কাঁচ ভাঙচুর শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর