বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কক্সবাজারে ব্যবসায়ী ও রোহিঙ্গা খুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫ এর সি ব্লকে ছুরিকাঘাত করে জাহিদ উল্লাহ নামে এক রোহিঙ্গাকে খুন করা হয়েছে। তিনি সি ব্লকের সাবব্লক সি-৩ এর মো. সলিমের ছেলে। অভিযুক্ত আনিসুল হক একই ক্যাম্পের সি-১ ব্লকের হাশিম উল্লাহর ছেলে। তারা দুজনই রাজমিস্ত্রির কাজ করেন। গতকাল দুপুর দেড়টার দিকে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক।

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের শরইতলি নিবাসী। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার সদরের ঝিলংজার পাওয়ার হাউস এলাকায় বসবাস করে আসছিল।নিহতের প্রতিবেশী তারেক আরমান জানান, আবুল কালাম একজন জুতা ব্যবসায়ী। রাত ৯টার দিকে ইজিবাইক যোগে ওষুধের জন্য ফার্মেসিতে যাচ্ছিল।

 ওই সময় বাসটার্মিনাল এলাকা পার হয়ে বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। পরে পথচারীরা এগিয়ে এলে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর