শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে জাপার হামলায় একাংশের ইফতার ভণ্ডুল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের এস্টোরিয়ায় এক রেস্টুরেন্টের বেসমেন্টে আয়োজিত জাতীয় পার্টির একাংশের ইফতার মাহফিল ভণ্ডুল করে দিয়েছে আরেক অংশ। ১২ এপ্রিল এ ঘটনা ঘটে। দলীয় সূত্র জানান, ১২ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্বাক্ষর করা পত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আগের কমিটি বাতিল করে ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়। এর আহ্বায়ক আবদুন নূর বারভূইয়া ও সদস্যসচিব আসেফ বারি টুটুল। আহ্বায়ক কমিটি এরই মধ্যে ১৯ জুন সম্মেলনের তারিখ ঘোষণা করে বিস্তারিত কার্যক্রম শুরু করেছে। তা সত্ত্বেও বিলুপ্ত কমিটির কোনো কোনো কর্মকর্তা সাংগঠনিক রীতি লঙ্ঘন করে নিজেদের পদ-পদবি ব্যবহার করছেন। এরই বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছিল ১২ এপ্রিল ইফতার মাহফিলের মধ্য দিয়ে। কিন্তু জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সমর্থক-কর্মীরা এ সংবাদ জেনে হামলা চালিয়ে ভণ্ডুল করে দিয়েছেন সেই ইফতার মাহফিল। মাহফিলের নামে জাতীয় পার্টির ব্যানার লাগিয়ে এস্টোরিয়ায় রেস্টুরেন্টের বেসমেন্টে বসে ছিলেন বিলুপ্ত কমিটির সভাপতি আবদুর রহমান, সেক্রেটারি আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর