সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

যারা ১৭ এপ্রিল পালন করে না তারা বর্ণচোরা মুক্তিযোদ্ধা : কাদের

নিজস্ব প্রতিবেদক

যারা ১৭ এপ্রিল পালন করে না তারা বর্ণচোরা মুক্তিযোদ্ধা : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পর বিতর্ক করা সমীচীন নয়। ১৭ এপ্রিলসহ বিভিন্ন দিবস যারা পালন করে না তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়। তারা হচ্ছে ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল সকালে ধানমন্ডির ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মিডিয়ার কাছে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের দলীয় নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বিজয় সুসংহত করাই আজকের (১৭ এপ্রিল) দিনের অঙ্গীকার। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মির্জা আজম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আহমদ হোসেন, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর