সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আজ সংলাপে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক

এবার ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইসির যুগ্ম-সচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, আজ সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসবে ইসি। এবারের সংলাপ শুধু অনলাইন এবং টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৩৮ জন সাংবাদিককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে অনলাইন পত্রিকার ৪ থেকে ৫ জন এবং বাকি সবাই টেলিভিশন সাংবাদিক। এর আগে গত ৬ এপ্রিল পত্রিকার সম্পাদক, কলামিস্ট ও সিনিয়র সাংবাদিকদের মতামত নেয় ইসি। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নিয়েই সংলাপের আয়োজন করে।

 এর আগে শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই দফায় সংলাপ করেছে ইসি। গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি প্রথম অফিস করে নতুন কমিশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর