সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

উন্নয়ন কাজে সমন্বয়হীনতায় ভোগান্তি অর্থ অপচয় বাড়ছে

খুলনায় নাগরিক সমাজের ক্ষোভ, বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় উন্নয়ন কাজে সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয়হীনতা, দূরদর্শিতা ও পরিকল্পনার অভাবে জনদুর্ভোগ বাড়ছে। সেই সঙ্গে সরকারি অর্থের অপচয় হচ্ছে। জানা যায়, কেসিসি, কেডিএ, ওয়াসা, বিদ্যুৎ বিভাগের সমন্বয়হীনতায় নগরীর সড়কগুলো সারা বছর ধরেই খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। সম্প্রতি কেসিসি উন্নয়ন প্রকল্পের আওতায় অনেকগুলো সড়ক মেরামত ও সংস্কার কাজ করেছে। কিন্তু ওই সব সড়কে পয়ঃনিষ্কাশন লাইন বসানোর জন্য খোঁড়াখুঁড়ির প্রস্তাব দিয়েছে ওয়াসা। ওয়াসার প্রকল্পটি একনেকে অনুমোদনের পর কেসিসি সড়ক সংস্কার শুরু করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়নি। এতে নতুন নির্মিত এসব সড়কে আবারও খোঁড়াখুঁড়ি করতে হবে। এদিকে সামাজিক সংগঠন খুলনা নাগরিক সমাজের নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উন্নয়নের সুফল ভোগ করার চেয়ে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে বেশি। সংগঠনে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন এবং সদস্যসচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার এক বিবৃতিতে বলেছেন, নগরীতে অনেকগুলো সড়কে নির্মাণ কাজ ঝুলন্ত অবস্থায় আছে। বর্ষাকালের আগেই এসব সড়ক মেরামত না হলে মারাত্মক ভোগান্তির শিকার হতে হবে। আবার বর্ষাকালকে সামনে রেখেই ওয়াসার নতুন খোঁড়াখুঁড়ি জনগণের ভোগান্তি বাড়াবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর