সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নিপীড়িতদের পাশে দাঁড়াতে অনুরোধ র‌্যাব ডিজির

নিজস্ব প্রতিবেদক

অসহায়, দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গতকাল র‌্যাব সদর দফতরে এতিম, দুস্থদের সঙ্গে ইফতারের আগে বক্তৃতায় এ কথা বলেন তিনি। ইফতারে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কেএম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‌্যাব ডিজি বলেন, সিয়াম সাধনার মাধ্যমে আমরা ক্ষুধার্ত ও অসহায় মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করি। আমাদের সবার উচিত রমজানে সিয়াম সাধনার পাশাপাশি দুস্থ, এতিম শিশু, অসহায়, দরিদ্র ও ক্ষুধার্তদের সহায়তার মাধ্যমে তাদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দেশের আপামর জনসাধারণের সঙ্গে মিশে সবার দুঃখ কষ্ট সমানভাবে ভাগাভাগি করে নিয়েছিলেন; ঠিক তেমনিভাবে তার আদর্শকে অনুসরণ করে আমরা যেন আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব শ্রেণির মানুষ মিলে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারি। চৌধুরী মামুন বলেন, আভিযানিক কার্যক্রমের পাশাপাশি র‌্যাব ফোর্সেস বিভিন্ন সময়ে মানবতার সেবায় অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবিক কাজের অংশ হিসেবে আমরা এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ, রক্তদান কর্মসূচি এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেছি।

এ ছাড়া আত্মসমর্পণকারী জলদস্যু ও জঙ্গিদের সমাজে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে র‌্যাব। যখনই মানুষ কোনো বিপদ-দুর্যোগের মুখে পড়েছে, তখনই র‌্যাব ফোর্সেস দুস্থ, নিপীড়িত ও অসহায়দের পক্ষে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর