মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ঈদ সামনে রেখে জমে উঠেছে চট্টগ্রামের ঈদবাজার। ফুটপাথের দোকান থেকে অভিজাত শপিং মল- সব জায়গায়ই ক্রেতার উপচে পড়া ভিড়। ঈদ ঘিরে বন্দর নগরীর শপিং মলগুলোতে পরিবার-পরিজন নিয়ে আসতে  দেখা গেছে ক্রেতাদের। বাজারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ  ক্রেতার উপস্থিতি। নগরীর রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেন,  টেরিবাজার, জহুর হকার্স মার্কেটসহ নিম্নআয়ের মানুষের মাকের্ট হিসেবে পরিচিত এমন মার্কেটগুলোতে রয়েছে ক্রেতার উপচে পড়া ভিড়। তবে এসব মার্কেটে গত দুই বছরের মতো এবার নেই কোনো স্বাস্থ্যবিধি নিয়ে সরকারি কঠোরতা। নগরীর বড় বড় মার্কেট ও অভিজাত শপিং মলগুলোতে ক্রেতাদের জটলা চোখে পড়ে। ঈদ যত ঘনিয়ে আসবে  কেনাকাটায় ভিড় তত বাড়বে, এ চিন্তা থেকেই অনেকে আগেই সেরে ফেলছেন প্রয়োজনী কেনাকাটা। দেখা গেছে, বিপণি বিতান, চিটাগাং শপিং কমপ্লেক্স, সানমার ওশ্যান সিটি, ফিনলে সেন্টার, আমিন সেন্টার, ভিআইপি টাওয়ার, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, আখতারুজ্জামান  সেন্টারে রয়েছে ক্রেতার সরব উপস্থিতি। রমজানের প্রথম সপ্তাহেই থান কাপড়, রেডিমেড কাপড় ও জুতোর দোকানগুলোতে বেশি ভিড়। এ ছাড়া মার্কেট ও বিপণি কেন্দ্রগুলোর বাইরেও ছড়িয়ে ছিটিয়ে থাকা  টেইলার্সগুলোতেও হুমড়ি খাচ্ছেন অনেকে।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, রমজানের শুরু থেকেই টেরিবাজারে পাইকারি ক্রেতার পাশাপাশি খুচরা ক্রেতার আনাগোনা বেড়েছে। এখন প্রত্যেক দোকানেই ক্রেতার উপচে পড়া ভিড়। এবার ঈদবাজার আগে থেকেই জমে ওঠার কারণে আশা করছি গত দুই বছরের লোকসান থেকে বের হয়ে লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর