মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

গরমে অতিষ্ঠ রাজশাহী বাড়ছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গরমে অতিষ্ঠ রাজশাহী বাড়ছে তাপপ্রবাহ

জলবায়ু পরিবর্তনের কারণে রাজশাহীর পদ্মা নদীতে অনেক আগেই শুকিয়ে গেছে পানি। তাই নদীতে এখন আর নৌকা চলে না। নদীর মাঝখানে দেখা যাচ্ছে সামান্য পানি। ছবিটি পবা উপজেলার শ্যামপুর এলাকা থেকে গতকাল তোলা -বাংলাদেশ প্রতিদিন

সাধারণত বৈশাখের মাঝামাঝি এসে তীব্র তাপপ্রবাহ দেখা যায়। কিন্তু এবার চৈত্রের প্রথম সপ্তাহে শুরু হওয়া মাঝারি তাপপ্রবাহ বৈশাখের দ্বিতীয় দিনেই তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। এখন তাপমাত্রা কিছুটা কমে আবারও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেখা নেই প্রত্যাশিত বৃষ্টির। দীর্ঘায়িত এমন তাপপ্রবাহে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষসহ প্রাণিকুল। রাজশাহী আবহাওয়া অফিস সূত্র জানান, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে শুক্রবার ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০০ সালে রেকর্ড হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা বাড়লেও এখন পর্যন্ত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা আর ৪২ ডিগ্রি অতিক্রম করেনি। ১৯৪৯ সালে দেশে তাপমাত্রার রেকর্ড শুরু হয়। এর মধ্যে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে চলতি এপ্রিলে এ পর্যন্ত মাত্র শূন্য দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ৩ এপ্রিল। এর আগে সর্বশেষ ৪ ফেব্রুয়ারি ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মার্চে কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে রাজশাহী অঞ্চলের তাপমাত্রা দিন দিন অসহনীয় হয়ে পড়েছে। সর্বত্রই যেন বৃষ্টির জন্য হাহাকার পড়েছে। আবহাওয়ার পর্যবেক্ষণে দেখা যায়, ১৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি ও সোমবার ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ মিয়া জানান, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪২ পর্যন্ত তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা উঠলে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

রাজশাহীতে মার্চের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে।     

আগামী দিনগুলোয় তাপমাত্রা আরও বাড়বে। নগরায়ণের কারণে বায়ুমন্ডলে চাপ বেড়েছে। যার প্রভাবে এমন উষ্ণতা বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক শীতাংশু পাল। তিনি বলেন, ‘গত এক দশকে যেভাবে নগরায়ণ হয়েছে, তাতে তাপমাত্রা এমনিতে বেড়েছে। এ ছাড়া নগরায়ণ করতে গিয়ে প্রচুর গাছ নিধন করা হয়েছে। ফলে তার প্রভাব পড়েছে পরিবেশে। তা ছাড়া জলের আধার কমেছে। আগে পদ্মায় যে পানি ছিল এখন তা নেই। ফলে এমন মরুময় তাপমাত্রায় অভ্যস্ত হতে হবে। কারণ আগামীতে উষ্ণতা আরও বাড়বে। তাপপ্রবাহ দীর্ঘায়িত হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর