মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অরিন শর্মাকে আজীবন শিক্ষাবৃত্তি দিল বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া গ্রামের শিক্ষার্থী অরিন শর্মাকে আজীবন শিক্ষাবৃত্তি পুরস্কার দিয়েছে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল বেলা ১১টায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এ এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এতে প্রধান অতিথি ছিলেন। ঝাউদিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র অরিন শর্মার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয়সহ সব পড়াশোনা থেকে শুরু করে কর্মসংস্থানেরও দায়িত্ব নেন সাফিয়াত সোবহান। সাফিয়াত সোবহান বলেন, ‘আজীবন শিক্ষাবৃত্তি পুরস্কার একটি চলমান প্রক্রিয়া। এ কার্যক্রম চলমান থাকবে, যাতে হাজারো অরিন শর্মা তাদের স্বপ্ন পূরণে অগ্রসর হতে পারে।’ অরিন শর্মার বাবা অকিল শর্মা বলেন, ‘বসুন্ধরা গ্রুপ আমার ছেলের পড়াশোনা ও কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছে, এ খবর আমার জন্য অনেক আনন্দের। আমাদের স্বপ্ন পূরণে এগিয়ে আসার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বসুন্ধরা ফুড অ্যান্ড মাল্টি ফুড ইউনিটের জিএম (সেলস্) রেদওয়ানুর রহমান। উপস্থিত ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড মাল্টি ফুডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, সাপ্লাই চেইন ডিভিশনের COO আবদুস শুকুর, বসুন্ধরা গ্রুপ সেক্টর-এ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং COO এম এম জসীম উদ্দিন প্রমুখ। প্রসঙ্গত, শিশু শিক্ষার্থী অরিন শর্মা একদিন স্কুল থেকে ফেরার পথে মায়ের নির্দেশে দোকান থেকে বসুন্ধরা আটাসহ অন্যান্য খাবার কিনে আনছিল। এ সময় বসুন্ধরা আটার প্যাকেটটি বুকে জড়িয়ে রেখেছিল সে। এটি দেখে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজে কর্মরত বিক্রয় প্রতিনিধি কৌতূহলী হয়ে তার ছবিটি তোলেন। পরে ছবিটি পাঠিয়ে দেন ঢাকায় সেলসের বিভাগীয় প্রধানের কাছে। এ ছবিটি বিভাগীয় প্রধান কনফারেন্সের জন্য কমিউনিকেশনের একটি ব্যানারে ছাপিয়ে দেন। তখন ছবিটি নজরে আসে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর