শিরোনাম
মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ঈদে অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

রমজান ও ঈদে অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। একইসঙ্গে ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীর দামি স্বর্ণালংকার আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।  তিনি বলেন, ঈদের সময় প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়ি যান। এ সময় তাদের বাসাবাড়ি তালাবদ্ধ অবস্থায় ফাঁকা থাকে। তখন যেন কোনো ধরনের অঘটন না ঘটে, সে জন্য বাসাবাড়ির নিরাপত্তা প্রহরীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গতকাল ডিএমপির সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর