বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সাইবার ক্রাইম বাড়ছে খুলনায়

ফেসবুক আইডি হ্যাক ও মোবাইল নম্বর ক্লোন করে অর্থ আদায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

হঠাৎই বেড়েছে খুলনায় সাইবার ক্রাইম। গত দুই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং কয়েকজন চাকরিজীবী, ব্যবসায়ীর মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন স্থানে অর্থ দাবি করা হয়েছে। একই সঙ্গে ফেসবুক আইডি হ্যাক করেও অর্থ প্রতারণার অভিযোগ উঠেছে। এদিকে গতকাল খুলনার বটিয়াঘাটার এক শিক্ষিকার ফেসবুক আইডি হ্যাক করে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হকের ব্যবহৃত মোবাইল নম্বর ক্লোন করে ১৮ এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি, খুলনা শাখার সম্পাদক শংকর কর্মকারের কাছে ফোন করে ইফতারির জন্য টাকা দাবি করা হয়। কিন্তু মোবাইলে কণ্ঠ অপরিচিত হওয়ায় শংকর কর্মকার সরাসরি সাক্ষাৎ করে কাজী আমিনুল হকের কাছে বিষয়টি জানতে চান। তখন মোবাইল ফোন ক্লোনের ঘটনা জানাজানি হয়। এ বিষয়ে কাজী আমিনুল হক খুলনা থানায় সাধারণ ডায়েরি করেছেন (নম্বর ১০৯০)। একই দিনে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের দাফতরিক মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে মোবাইলে বার্তা (এসএমএস) দিয়ে নগদ বা বিকাশে ০১৯৩৯০৪০৬২৪ নম্বরে টাকা দিতে বলা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক করে এ ধরনের ঘটনা ঘটলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করতে বলা হয়। অন্যদিকে বটিয়াঘাটা কলেজের শিক্ষিকা রঞ্জু মিত্রের ফেসবুক আইডি হ্যাক করে তাঁর ফ্রেন্ড লিস্টে থাকা ব্যক্তিদের কাছে বিভিন্ন সমস্যা উল্লেখ করে বিকাশে টাকা পাঠাতে বলে প্রতারক চক্র। রঞ্জু মিত্রের ফ্রেন্ডদের মধ্যে থাকা তিনজন ওই বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দেন। রঞ্জু মিত্র এ ঘটনায় বটিয়াঘাটা থানায় জিডি করলে খুলনা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে প্রতারক চক্র বিকাশ এজেন্টের কাছ থেকে ওই টাকা উদ্ধার করেন। গতকাল উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী রঞ্জু মিত্রকে ফেরত দেওয়া হয়। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার জানান, মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে যে কোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে।

ডিজিটাল জগতে সবাইকে সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর যে কোনো বিষয়ে পোস্ট করা বা কোনো পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার আগে ভালো করে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর