বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মেধাবী সাবনূরের পড়ালেখার দায়িত্ব নিল বসুন্ধরা গ্রুপ

পিরোজপুর প্রতিনিধি

মেধাবী সাবনূরের পড়ালেখার দায়িত্ব নিল বসুন্ধরা গ্রুপ

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ী ইউনিয়নের দক্ষিণ কামারকাঠি গ্রামের দিনমজুর বাবুল মোল্লার মেয়ে সাবনূর। এবার চান্স পেয়েছেন মেডিকেল কলেজে পড়ার। এ খবরে খুশিতে আত্মহারা হয়েছিল সাবনূরের পরিবার। তবে তাদের এ খুশি চাপা পড়েছিল আর্থিক অসচ্ছলতায়। দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে সাবনূরের এ সফলতা কতটা সার্থক হবে তা নিয়ে অনিশ্চয়তায় তার পরিবার। মেডিকেলে ভর্তি হওয়ার খরচ জোগাড় করাটাই যেখানে কষ্টসাধ্য, সেখানে লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া যে সাবনূরের পরিবারের কাছে অসম্ভব তা আর বলার অপেক্ষা রাখে না। এ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ সাবনূরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তে খুশি সাবনূরের পরিবার ও এলাকাবাসী। জানা যায়, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ী ইউনিয়নের দক্ষিণ কামারকাঠি গ্রামের মো. বাবুল মোল্লা ও সাবিনা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে সবার বড় সাবনূর। এ বছর এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন সাবনূর। সাবনূর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেন। দক্ষিণ কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি, কামারকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি, এসএসসি ও স্বরূপকাঠি শহীদস্মৃতি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন সাবনূর। সব পরীক্ষায় জিপিএ-৫। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাবনূরের বাবা বাবুল মোল্লা পেশায় দিনমজুর। তার নিজের বাড়ির ২ কাঠা জায়গা ছাড়া আর কিছুই নেই। সেখানে একটি ছোট টিনের ঘরে তাদের বসবাস। দিনমজুরি করে পাঁচ সদস্যের পরিবারের খাবার জোগাড় করতেই নাভিশ্বাস বাবুল মোল্লার। এর মধ্যেই অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ পর্যন্ত লেখাপড়া চালিয়ে এসেছেন সাবনূর। সুযোগও পেয়েছেন মেডিকেল কলেজে ভর্তির। বাবুল মোল্লা বলেন, ‘আমি একজন দিনমজুর। যখন যে কাজ পাই তা-ই করি। সে আয়ে পরিবারের পাঁচজনের মুখের আহার জোগান দেওয়াসহ অন্যান্য খরচ চালাতে হয়। আমার মতো মানুষের সংসার চালানো যেখানে দায়, সেখানে মেয়ের মেডিকেলে লেখাপড়ার খরচ চালানো আমার কাছে দুঃস্বপ্ন। তবে স্বপ্ন দেখি আমার মেয়ে ডাক্তার হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর