বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

১৫ লাখ টাকার গম আত্মসাৎ, খাদ্য কর্মকর্তার ১৪ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ১৫ লাখ টাকার সরকারি গম বিক্রি করে আত্মসাৎ করার অভিযোগে সাবেক খাদ্য কর্মকর্তা আব্দুল মতিনকে দুই মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বিকালে বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আব্দুল মতিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কিশোরগঞ্জ খাদ্য গুদামে কর্মরত ছিলেন আব্দুল মতিন। এ সময় তিনি দুই দফায় ২ লাখ ৪১ হাজার টাকা ও ১৩ লাখ টাকার গম গুদাম থেকে কালোবাজারে বিক্রি করে সব টাকা আত্মসাৎ করেছেন।

 এ ঘটনায় দুদক আইনে ১৯৯৫ সালে তার বিরুদ্ধে দুইটি মামলা করা হয়। তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দুই মামলায় মোট ২২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য  দেন। সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে দুই মামলায় সাত বছর করে ১৪ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। এ ছাড়া দুই মামলায় পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর