বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সূচকের উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আগের ভয়াবহ দরপতনের পর উত্থানে ফিরেছে শেয়ারবাজার। গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বড় উত্থানের মধ্য দিয়ে দিনের লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের উত্থানের সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩০ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৩২টির। আর ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৮৪ টাকা।

আগের দিন লেনদেন হয় ৩৯০ কোটি ৩৮ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৪৬ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৫৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫০ পয়সা কমে ১৪০ টাকায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দর। দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের ২৪ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দাম বেড়েছে। দাম কমেছে ১৪১টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর