শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঈদে ঘরমুখো মানুষের নৌযাত্রা নিরাপদ করতে দিকনির্দেশনা বিএমপির

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা-বরিশাল নৌপথে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় নৌযানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং ঝড় মৌসুমে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। গতকাল বিকাল সাড়ে ৩টায় বরিশাল পুলিশ লাইনসে ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় এ আহ্বান জানান তিনি। সম্প্রতি একটি লঞ্চে অগ্নিকান্ডের কথা উল্লেখ করে পুলিশ কমিশনার আরও বলেন, যাত্রী লঞ্চগুলোতে অগ্নিনির্বাপণে শতভাগ প্রস্তুতি থাকতে হবে। আগামী কিছুদিনের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া অনুকূলে না থাকলে অতিরিক্ত যাত্রীবোঝাই না করার জন্য লঞ্চ মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি। এ ছাড়া লঞ্চযাত্রীদের নিরাপত্তায় শতভাগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার। নদীবন্দর এবং বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে। নগরবাসীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশ কমিশনার। সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, লঞ্চ মালিক সমিতি ও নৌযান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাস মালিক সমিতির নেতা, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন মতামত প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর