শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ঢাকা-নিউ জলপাইগুড়ি ‘মিতালী’ এক্সপ্রেস ট্রেনের অনুমোদন

নয়াদিল্লি প্রতিনিধি

ঢাকা ও পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা ‘মিতালী’ এক্সপ্রেসের অনুমোদন দিয়েছে ভারত সরকার। এই ট্রেন চালু হলে বাংলাদেশের যাত্রীরা খুব সহজে শৈলশহর দার্জিলিং ও সিকিম সফরের সুযোগ পাবেন। তেমনি ভারতীয়রা বাংলাদেশের ঢাকা ও অন্যান্য এলাকা কম সময়ে সফরের সুযোগ পাবেন। বুধবার রাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে নতুন রেল স্থল শুল্ক বন্দরের স্বীকৃতি দিল। বর্তমানে ভারতে তিনটি এই ধরনের শুল্ক বন্দর রয়েছে- কলকাতার চিৎপুর, গেদে ও হরিদাসপুর। এখন যুক্ত হলো নিউ জলপাইগুড়ি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- নিউ জলপাইগুড়ির রেল চেকপোস্টকে সরকারি ইমিগ্রেশন কেন্দ্র করা হলো। এখান থেকে ভারতে প্রবেশ ও প্রস্থান করা যাবে বৈধ ভিসা থাকলে। এর জন্য নতুন ইমিগ্রেশন অফিসার নিয়োগ  করা হয়েছে। অবিলম্বে এই শুল্ক বন্দর কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ হয়ে থাকা যাত্রী ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ট্রেন চালু হওয়ার অর্থ ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের পরে মিতালী এক্সপ্রেস চালু হচ্ছে। ইতোমধ্যে আখাউড়া ও আগরতলার মধ্যে ট্রেন লাইন চালু করার জন্য ভারত সরকার উদ্যোগ নিয়েছে। কয়েক দিন আগে রেল প্রতিমন্ত্রী ত্রিপুরা সফর করেন। ত্রিপুরা রাজ্য সরকার আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা বিলাসবহুল বাস সার্ভিস চালু করতে চলেছে। বিমান ভাড়া বেড়ে যাওয়ায় ২০০০ রুপিতে এই বাসে সফর করা যাবে বলে বলা হয়েছে। সময় লাগবে ১৮ ঘণ্টা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর