শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার পুলক কুমারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, তানোর উপজেলার বিল্লি এলাকার কাছিমুদ্দিন নামে এক বৃদ্ধকে ধমক দিয়ে টাকা নিচ্ছেন পুলক কুমার। এ বিষয়ে জানতে পুলক কুমারের দুটি মোবাইল নম্বরে কল করা হয়। একটি বন্ধ পাওয়া যায়। অন্যটিতে রিং হলেও তা কেটে দেওয়া হয়। পরে মেসেজ পাঠিয়ে ঘটনায় তার বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি সাড়া দেননি। ৩ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কাছিমুদ্দিন নামে এক বৃদ্ধ কৃষক ভূমি সংক্রান্ত কাজে তানোর ভূমি অফিসে যান। সার্ভেয়ার পুলক কুমার তাকে নিয়ে যান অফিসের পূর্ব পাশে। যেখানে মোটরসাইকেলসহ অন্য যানবাহন রাখা হয়। জমি খারিজের জন্য দর কষাকষি করে ৮ হাজার টাকা নেন তিনি। প্রথমে ৬ হাজার টাকা দেওয়া হয়। এতে তিনি সন্তুষ্ট হননি। পরে ধমক দিয়ে আরও ২ হাজার টাকা নেন।

পুলক কুমারের ঘুষ নেওয়ার ঘটনায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। মো. কাছিমুদ্দিন জানান, জমি খারিজের জন্য গেলে তার কাছে টাকা দাবি করা হয়। টাকা না দিলে কাজ হবে না বলে জানানো হয়। এক পর্যায়ে তার কাছ থেকে ৮ হাজার টাকা নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর