শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

থিয়েটারিয়ানের নাটক ডেথ অব এ সেলসম্যান

সাংস্কৃতিক প্রতিবেদক

থিয়েটারিয়ানের নাটক ডেথ অব এ সেলসম্যান

বিশ্বখ্যাত মার্কিন নাট্যকার আর্থার মিলারের সাড়াজাগানো নাটক ‘ডেথ অব এ সেলসম্যান’ মঞ্চায়ন করেছে নাটকের নতুন দল থিয়েটারিয়ান। গত সন্ধ্যায় নাটক সরণি খ্যাত বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হয়। এটি ছিল দলের প্রথম প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন। ফতেহ লোহানী অনূদিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন। পরিচয় হারানো একজন মানুষের নিজের এবং সমাজের মধ্যে পরিবর্তনকে মেনে নেওয়ার অক্ষমতা কেন্দ্র করে আবর্তিত হয়েছে প্রযোজনাটির কাহিনি। উঠে এসেছে নিম্নমধ্যবিত্তের টানাপোড়েনের জীবনচিত্র। নাটকটি স্মৃতি, স্বপ্ন, দ্বন্দ্ব এবং তর্কের এক মিশ্র ছবি; যা সবই উইলি লোমানের জীবনের শেষ ২৪ ঘণ্টা বর্ণনা করে। সর্বাত্মক চেষ্টা করে যাওয়া একজন ব্যর্থ সেলসম্যান এই উইলি লোমান। যিনি আমেরিকান স্বপ্ন ও কাজের নীতি সম্পর্কে ভুল ধারণা পেয়েছিলেন। শেষ পর্যন্ত নিজেকে ব্যর্থ স্বীকার না করা খেটে খাওয়া এক সাধারণ মানুষের ট্র্যাজিক গল্প হয়ে ওঠে ডেথ অব আ সেলসম্যান। পাশাপাশি বর্তমান বিশ্ব অর্থনীতির পুঁজিতত্ত্বের লুকানো রহস্য উঠে আসে, যেখানে কৌশলে ফল খেয়ে ছুড়ে ফেলা হয় ফলের খোসাটি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌহিদ বিপ্লব, উর্মিল মজুমদার, পলি চৌধুরী, তাসমিয়া মীম, মাইনুল ইসলাম, বিফ রাম কান্ত মন্ডল শ্রীকান্ত, আহমেদ সুজন, নাজমুল নাঈম, আমিরুল মামুন, আবদুল হাই, আবদুর রহমান সোহাগ, লিটু রায়, পৃথু অভিষেক, সায়েদুর রহমান, ফারাবী জামান শেহজাদী, অর্নিলা অচিন প্রমুখ।

আজ একই মঞ্চে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর