রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খোকন সাহার বিরুদ্ধে মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা অ্যাডভোকেট খোকন সাহা ও সাংবাদিক প্রদীপ দাসের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগে’ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। সেখানে ওই দুটি সংগঠনের নেতারা দেবোত্তর সম্পত্তি জিউস পুকুর উদ্ধার আন্দোলনে সংহতি প্রকাশকারী খোকন সাহার নামে গ্রেফতারি পরোয়ানা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। দীপক কুমার সাহার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শিপন সরকার শিখন, অরুণ কুমার দাস, উত্তম সাহা, প্রদীপ দাস, রণজিৎ মন্ডল, রাজীব দাস, রিপন ভাওয়াল, আনন্দ সেরওয়াগী সুমন, ভজন দাস, রিপন কর্মকার, শিবু দাস, লোকনাথ দত্ত, শিশির ঘোষ অমর, শংকর দাস প্রমুখ। সমাবেশে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন বলেন, ‘ঈদের আগে বা পবিত্র রমজান মাসে হিন্দু জনগোষ্ঠী আমরা কোনো আন্দোলন সংগ্রাম চাইনি। রোজা ও পূজা একসঙ্গে করেছি। কিন্তু একটা গোষ্ঠী, যাদের আমাদের ভোটও দিতে হবে, আমাদের দেবোত্তর সম্পত্তি খাবে, তা তো হতে দেওয়া যাবে না।’

তিনি মেয়র আইভীকে ইঙ্গিত করে বলেন, ‘এই যে একটা পুকুর আপনি আর আপনার পরিবার দখল করে নিয়েছেন এটা তো মিথ্যা কথা না। এটাকে ভুয়া দলিল তৈরি করে দখল করেছেন। প্রতিবাদীদের বিরুদ্ধে মিথ্যা ডিজিটাল আইনে মামলা দায়ের করেছেন। এ মামলা প্রত্যাহার করে নিতে হবে। নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর