রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কূটনীতিকদের সম্মানে জাতীয় পার্টির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। গতকাল রাজধানীর হোটেল র‌্যাডিসনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানান।  জি এম কাদের বলেন,  আমরা ক্ষমতায় থাকার সময় এবং বর্তমানে দেশ ও জাতির স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছি। ইফতার মাহফিলে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরমি ব্রুয়ার, যুক্তরাজ্যের ডিফেন্স এটাসে লে. কর্নেল হিলটন, ভারতের ডিফেন্স এটাসে আতুল আম্বোহোত্রী, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবি, নেপালের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুমার রায়, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার খোতকার, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও কানাডার প্রতিনিধিসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি অংশ নেন।

রাজনীতিকদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, সাদ্দাম হোসেন, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, জানিপপ চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ অংশ নেন।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, ফখরুল ইমাম এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, শেরিফা কাদের, এ কে এম আশরাফুজ্জামান খানসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর