রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দুর্নীতিতে গোটা সরকার হাবুডুবু খাচ্ছে : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দুর্নীতিতে আজ গোটা সরকার হাবুডুবু খাচ্ছে। দেশের সাধারণ মানুষের হাতে আজ অর্থ নেই। দেশের গোটা অর্থনীতি সরকারের মুষ্টিমেয় কিছু লোকের হাতে নিয়ন্ত্রিত। দেশ আজ অনেকটাই শ্রীলঙ্কার পথে হাঁটছে। এভাবে একটি দেশ চলতে পারে না। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এক রেস্টুরেন্টে জাতীয় সংহতি মঞ্চের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকের সভাপতিত্বে এবং জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব প্রফেসর সিদ্দিকুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, খুন, গুম, হত্যা, নির্যাতন ও ভোট ছিনতাইয়ের মাধ্যমে জনগণের ভাগ্য ছিনতাই করা হয়েছে। আজ দেশে মানুষের বাকস্বাধীনতা নেই। মানবধিকার নেই। খাদ্য নিরাপত্তা নেই এবং ভোটাধিকারও নেই। সুতরাং ভোটের মাধ্যমে গণমানুষের ইচ্ছা ও মতামতের প্রতিফলন ঘটাতে না পারলে দেশের সাধারণ মানুষের মুক্তি আসবে না। এ জন্য চাই সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর