শিরোনাম
সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দুষ্কৃতকারীদের আড়াল করতে ষড়যন্ত্র করা হচ্ছে : গণফোরাম

নিজস্ব প্রতিবেদক

গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী  বলেছেন, ঢাকা কলেজ ও নিউমার্কেট এরিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ন্ত্রণ না করতে পারার দায়ভার রাতের ভোটে ক্ষমতা দখল করা অবৈধ আওয়ামী লীগ সরকারের। তাদের ব্যর্থতায় দুটি প্রাণ অকালে ঝরে গেল এবং কয়েকজন জীবনের শংকা নিয়ে হাসপাতালে আছে। আমরা দেখছি এখানে সরকার নিরপরাধ বিরোধীদের যুক্ত করে আসল দুষ্কৃতকারীদের আড়াল করতে ষড়যন্ত্র করছে। গতকাল এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, ঢাকা কলেজ ও নিউমার্কেট সংঘর্ষে অপরাধীদের আড়াল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী মতের উপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। ঘটনার সূত্রপাত ঘটে ছাত্রলীগের গুন্ডাদের কর্মকান্ডে, এর ব্যাপকতা বৃদ্ধি পায় পুলিশের দায়িত্বহীনতায়।

এখন দেখছি সরকারের মন্ত্রীরা দায়সারা হয়ে দোষ চাপাচ্ছে বিরোধী মতের ওপর। এই সংঘাতের মামলায় বিএনপির নেতা-কর্মীদের জড়ানো এর সবচেয়ে বড় উদাহরণ। বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের অবিলম্বে বিচার সম্পন্ন করার দাবি জানান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর