বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
মুজিববর্ষে সমবায় অধিদফতরের গবেষণা গ্রন্থ

‘বঙ্গবন্ধু ও সমবায় : একটি ঐতিহ্য অনুসন্ধান’

প্রতিদিন ডেস্ক

‘বঙ্গবন্ধু ও সমবায় : একটি ঐতিহ্য অনুসন্ধান’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণমুখী সমবায় দর্শন ছিল কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, সম্পদের সুষম বণ্টন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার। সমবায় নিয়ে বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা তুলে ধরতে সমবায় অধিদফতর কর্তৃক সম্পাদিত গবেষণা গ্রন্থ ‘বঙ্গবন্ধু ও সমবায় : একটি ঐতিহ্য অনুসন্ধান’। মুজিববর্ষে এ শ্রদ্ধাঞ্জলি স্মারকগ্রন্থটি প্রকাশ করেছে সমবায় অধিদফতর। বইটির অনুসন্ধানে উঠে এসেছে সমবায় আন্দোলনের অনেক দুর্লভ ঐতিহাসিক দলিল ও তথ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়মনস্ক চিন্তক ও প্রয়োগকারী ছিলেন বলেও গুরুত্বপূর্ণ তথ্য এতে সংযোজন করা হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণে বঙ্গবন্ধু জনগণের উদ্দেশে যে ৩৫টি নির্দেশনা দিয়েছিলেন তার একটিতে উঠে আসে সমবায়বিষয়ক প্রতিষ্ঠানগুলো চালু রাখার কথা। সে নির্দেশনাটি ছিল- ‘পূর্ব পাকিস্তান সমবায় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ও তার অঙ্গ সংস্থাগুলোর থানা সমবায় সমিতি এবং অন্যান্য সমবায় সংস্থা থেকে কৃষিঋণ দেওয়া অব্যাহত থাকবে।’ এ তথ্য নিশ্চিত করতে বইটিতে দৈনিক পূর্বদেশ পত্রিকায় ১৫ মার্চ ১৯৭১ সালের সংখ্যা ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র : দ্বিতীয় খণ্ডের ৭৩৯ থেকে ৭৪৬ নম্বর পৃষ্ঠায় থাকা তথ্যসূত্র যোগ করা হয়েছে। বঙ্গবন্ধু নিজেও পাটগাতী ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি. (পাটগাতী ইউসিএমপিস)-এর একজন সদস্য ছিলেন- এমন তথ্য ইতিহাস ঘেঁটে এ বইটিতে তুলে ধরা হয়। বইটিতে মুক্তিযুদ্ধের সময় দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও টিকে থাকা এবং গ্রামকে স্বয়ম্ভর করার জন্য যুব প্রশিক্ষণের কথা জানা যায়। পাঠকরা গ্রাম পঞ্চায়েত কাঠামোর আর্থসামাজিক স্বয়ম্ভরতা অর্জনের লক্ষ্যে ও রিসোর্স নোটের ‘কার্যক্রম’ ও ‘অর্থব্যবস্থা’ অনুচ্ছেদে ‘সমবায়’-এর বিষয়টি দেখতে পাবেন। কার্যক্রমের প্রথম দফাতেই উল্লেখ করা হয়- ‘গ্রামের আত্মনির্ভরশীলতা বাড়িয়ে তোলার সব কাজে বিশেষত দুর্ভিক্ষ এবং অরাজকতা দমনের কাজে, আবালবৃদ্ধবনিতা গ্রামবাসীর সব সম্ভাব্য পরিশ্রম এবং সমবায় যত দূর সম্ভব বাড়াতে হবে।’ সমবায় অধিদফতর কর্তৃক সম্পাদিত এ গবেষণা গ্রন্থের উপদেষ্টা হিসেবে ছিলেন সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। পৃষ্ঠপোষক ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এনডিসি ও সচিব মো. মশিউর রহমান, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, সমবায় অধিদফতরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মো. আহসান কবীর। বইটির প্রাণ-এর শক্তিশালী গবেষণা পর্ষদ; গবেষণা পরিচালক ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব হরিদাস ঠাঠুর। এ ছাড়া গবেষক হিসেবে কাজ করেছেন সমবায় অধিদফতরের যুগ্মনিবন্ধক মো. জিল্লুর রহমান ও উপনিবন্ধক মো. আবুল খায়ের। বঙ্গবন্ধুর সমবায় দর্শন এবং সমবায় ঐতিহ্য সংক্রান্ত অনেক তথ্য, দলিল ও চিত্র এ গ্রন্থে পাওয়া যাবে। দুর্লভ এসব তথ্য, চিত্র ও দলিল ‘বঙ্গবন্ধু ও সমবায় : একটি ঐতিহ্য অনুসন্ধান’ গ্রন্থটি পাঠকের কাছে বিশেষ গুরুত্ব রাখে। বইটি মুদ্রিত হয়েছে গতিয়া প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন থেকে। এর প্রচ্ছদ করেছেন অরূপ মান্দী। মূল্য ৫০০ টাকা।

সর্বশেষ খবর